ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যমুনার দুর্গম চরে এসেনসিয়াল ড্রাগসের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:১৯, ২৯ আগস্ট ২০১৭

যমুনার দুর্গম চরে এসেনসিয়াল ড্রাগসের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার দুপুরে যমুনার দুর্গম চর মেছড়া ইউনিয়নের আকনাদিঘী চরে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উদ্যোগে বানভাসি মানুষের মাঝে ত্রাণ এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে চরাঞ্চলের বানভাসি ৭ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ এহসানুল কবীর জগলুল। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, অফিসার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর চৌধুরী, কাজীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালের উদ্যোগে সোমবার দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়িতে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ মনজুর রহমান এবং কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ মাসুম, জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিঃ’র আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক জিয়া উদ্দিন ও এক্সিকিউটিভ (আইপি) আকবর হোসেন।
×