ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিকদার মেডিক্যালে দুজন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদান

প্রকাশিত: ০৪:০৪, ২৯ আগস্ট ২০১৭

সিকদার মেডিক্যালে দুজন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদান

স্টাফ রিপোর্টার ॥ জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক তাদের জেনারেল ফিজিশিয়ান ও সার্জারি টিমসহ যোগদান করেছেন। যোগদানকৃত বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন- কার্ডিও থোরাসিক সার্জন ডাঃ লোকেশ বিএম ও নিউরোসার্জন ডাঃ হরিপ্রকাশ চক্রবর্তী। তারা তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে স্বল্প খরচে রোগীদের যুগোপযোগী সেবা প্রদান করে হাসপাতালের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আর হার্ট ও নিউরো সমস্যাজনিত বিভিন্ন জটিল ধরনের সার্জারিতেও শতভাগ সফলতা রয়েছে বলে তারা দাবি করেছেন। সোমবার রাজধানীর পশ্চিম ধানমন্ডির জয়নুল হক (জেডএইচ) সিদকার ওমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইজ উদ্দিন কবির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে ওই দুজন চিকিৎসককে পরিচয় করিয়ে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকদার গ্রুপের পরিচালক এসকিউ ইসলাম মোহন। ডাঃ লোকেশ বিএম একজন এমআইসিএস (কি হোল কার্ডিয়াক সার্জন)। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে হার্টের ভাল্ব প্রতিস্থাপন, হার্টের জন্মগত ত্রুটি সমাধান, এ্যায়োরটিক এনোরিজম সার্জারি, ভাল্বের জটিল অপারেশন এবং রিপিয়ারিং, এমআইসিএস কার্ডিয়াক সার্জারি (বুকের হাড় না কেটে), বিটিং হার্ট বাইপাস সার্জারি, নবজাতক ও শিশু কার্ডিয়াক সার্জারি, হার্ট প্রতিস্থাপন এবং বিভিন্ন ডিভাইস প্রতিস্থাপন, এটরিয়া সেপ্টাল ডিফেক্ট, থোরাসিক ডিকর্টিকেশন, লোবেস্টমি, নিউমেক্টমি, পেরিফেরাল এনজিওপ্লাস্টি, এনোরিজম স্টেন্টিংসহ সব ধরনের ভাসকুলার অপারেশন করে সুনাম অর্জন করেছেন। তিনি ইতোমধ্যে অত্র হাসপাতালে উপরোক্ত কেসসমূহের মধ্যে ৫০টিরও বেশি হার্টের বিভিন্ন ধরনের জটিল সার্জারি শতভাগ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি ভারতের বিখ্যাত মনিপাল হাসপাতাল, এ্যাপোলো হাসপাতাল ও শ্রী জয়াদেবো ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি জেডএইচ সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান কার্ডিও থেরোসিক ও ভাসকুলার সার্জন এবং হাসপাতালের প্রশাসক হিসেবে যোগদান করেছেন। এদিকে, ডাঃ হরিপ্রকাশ চক্রবর্তী জেডএইচ সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরোসায়েন্স ইনস্টিটিউটের প্রধান এবং প্রধান ব্রেইন ও স্পাইন সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি একজন এমবিবিএস, ডিএনবি-নিউরোসার্জারি (ব্রেইন এ্যান্ড স্পাইন সার্জারি)। তার এ্যাডভান্স এন্ডোস্কপিক স্কাল বেইস সার্জারি এবং ইন্টারভেনশনাল এন্ডোভাসকুলার সার্জারিতে ফেলোশিপ রয়েছে। তিনি ভারতের ও বিশ্বের বেশ কয়েকজন অত্যন্ত স্বনামধন্য নিউরোসার্জনের সঙ্গে গত ১০ বছর ধরে অসংখ্য নিউরোলজিক্যাল রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন।
×