ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি শিল্পী ঐক্যজোটের কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৩:৪২, ২৯ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রীর প্রতি শিল্পী ঐক্যজোটের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও শিল্পী ঐক্যজোটের সদস্য আনোয়ারার স্বামী অসুস্থ। অর্থাভাবে স্বামীর চিকিৎসা ব্যাহত হচ্ছিল। এ নিয়ে পত্র-পত্রিকায় বেশ আলোচনাও হচ্ছিল। এ অবস্থায় আনোয়ারার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনোয়ারার স্বামীর চিকিৎসার জন্য তাকে ৩০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে শিল্পী ঐক্যজোট নেতারা। শিল্পী ঐক্যজোটের সভাপতি অভিনেতা ডি এ তায়েব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি এম সৈকত প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। রবিবার গণভবনে আনোয়ার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে উপহার হিসেবে শেখ হাসিনার ওপর নির্মিত গানের ভিডিও চিত্রের একটি সিডি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন জোটের অন্যতম সদস্য অভিনেত্রী আনোয়ারার মেয়ে চিত্র নায়িকা মুক্তি। এ্যাডিঃ ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা, সুমি শবনমের লেখা ও কণ্ঠে এবং জি এম সৈকতের পরিচালনায় গানটির ভিডিও নির্মিত হয়েছে। অনুদান প্রাপ্তি প্রসঙ্গে আনোয়ারা বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। গত মাসে ব্রেন স্ট্রোক করার পর তার শরীরের ডান পাশর্^ প্যারালাইসড হয়ে যায়। আমার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করেছেন। উনার এই ঋণ কখনও শোধ করার নয়। আমি সারাজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব। পাশাপাশি শিল্পী ঐক্যজোট ও সকল সাংবাদিককে ধন্যবাদ জানাই। তারা আমাকে এ বিষয়ে সহযোগিতা করেছে। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।
×