ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে বাস খাদে ॥ কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ০২:০৩, ২৮ আগস্ট ২০১৭

কালীগঞ্জে বাস খাদে ॥ কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে সোমবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম শাকিল বাগমার (২৫)। সে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের জুলহাস বাগমারের ছেলে এবং স্থানীয় কালীগঞ্জ শ্রমিক কলেজের এইচএসসি ২য় বর্ষে শিক্ষার্থী ছিলেন। কালীগঞ্জ থানার এসআই মোঃ নাজমুল হক ও নিহতের পরিবার জানান, কালীগঞ্জের তুমলিয়া এলাকায় শাকিলের বাবার গাড়ী মেরামতের একটি গ্যারেজ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি শাকিল তার বাবার কাজে সহযোগীতা করে। সোমবার বিকেলে স্থানীয় প্রাণ-আরএফএলের শ্রমিক বহনকারী একটি বাস মেরামতের পর পরীক্ষামূলক চালানোর জন্য শাকিলকে নিয়ে বাসের চালক গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়। তারা কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে চালানোর সময় বালীগাঁও এলাকার নাভানা প্লাস্টিক কারখানার পাশে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পার্শ্বের খাদে পড়ে যায়। এসময় বাসের ভিতর থেকে চালক ও হেলপার বেরিয়ে আসতে সক্ষম হলেও শাকিল আটকা পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন জানান, শাকিলকে হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়েছে।
×