ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০১:০৫, ২৮ আগস্ট ২০১৭

দিনাজপুরে চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে চালক ও হেলপার দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিকদের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম। দিনাজপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাদাকাতুল বারীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. জাহেদ হোসেন, সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম সেলু, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক, সাধারন সম্পাদক মো. ফজলে রাব্বী, সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন দিনাজপুর নিরাপদ সড়ক চাই’র সাধারন সম্পাদক মো. হারুন-উর রশীদ। প্রধান অতিথি বলেন, দক্ষ চালক দিয়ে গাড়ী চালাতে হবে। হেলপার দিয়ে গাড়ী চালাবেন না। মাদকসেবন করে গাড়ী চালাবেন না। দুর্ঘটনা সব সময় আসতে পারে সে জন্য আমাদের সচেতন হতে হবে। মাদক সেবনকারী ও বিক্রেতাদের কোন ছাড় নয়। তিনি বলেন, পথ যেন হয় শান্তির হয়, মৃত্যু নয়।
×