ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধিতে সিরামিক খাতের প্রাধান্য

প্রকাশিত: ২৩:০৭, ২৮ আগস্ট ২০১৭

দরবৃদ্ধিতে সিরামিক খাতের প্রাধান্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরবৃদ্ধির তালিকায় আধিপত্য বিস্তার করেছে সিরামিক খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৩টিই সিরামিক কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সোমবার দরবৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিক রয়েছে। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৩২ বারে ১৬ লাখ ৫৭ হাজার ৭৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৮০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। ৬১৫ বারে কোম্পানিটি ৬ লাখ ৯৯ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের ৭ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩৪৫ বারে ২ লাখ ১৫ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, অ্যাপেক্স স্পিনিং, প্রাইম টেক্সটাইল, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও মিথুন নিটিং।
×