ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: ১৯:২৯, ২৮ আগস্ট ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

অনলাইন রিপোর্টার ॥ দিনের সূচনা লগ্নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়েছে গন্তব্যমূখী মানুষ। মুন্সীগঞ্জের লোহজংয়ের মেঘনা সেতু এবং কুমিল্লার উপজেলার দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর টোল প্লাজার দুই পাড়েই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর পূর্বপাড়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জের লোহজংয়ের মেঘনা সেতুর পশ্চিম পাড়ে টোল প্লাজায় আড়াই কিলোমিটার যানজট দেখা যায়। জানা গেছে, দুই সেতুর উভয় পাড়েই রাত থেকে এ যানজট আরও দীর্ঘ ছিল। তবে ভোরের দিকে কমতে থাকলেও দিনের প্রথম থেকে আবারও বাড়তে থাকে। চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সক্লুসিভ সাভির্সের চালক রমিজ হোসেন বলেন, চাঁদুপুর থেকে ঢাকা সাড়ে ৩ ঘণ্টা থেকে সাড়ে ৪ ঘণ্টার পথ। অথচ টোল প্লাজার জ্যামে পড়লে এখানেই পার হয়ে যায় ২-৩ ঘণ্টা। মাঝে মাঝে দুই টোল প্লাজার জ্যাম পার করতে দিনও পার হয়ে যায়। এই চালকের অভিযোগ, টোল প্লাজার দুই পাড়ে ওজন পরিমাপক যন্ত্রের নামে এখানে যানবাহন থেকে চাঁদাবাজি হয়। এ কারণে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যানজট দেখা দেয়। পুলিশের ভাষ্য, দুই সেতুর টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের সারি আরও বাড়বে। জানা যায়, গত কয়েকদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই সেতুর উভয় পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে যানবাহনের চাপ বাড়লে যানজটের মাত্রা তীব্র হবে। কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ট্রান্সপোটের বাস যাত্রী দাউদ কাদের বলেন, গুলিস্তানে যাবেন তিনি। সচিবালয়ে তার আধা ঘণ্টার কাজ। দাফতরিক এ কাজ সেরে আজই তার কর্মস্থলে ফেরার কথা। এজন্য ভোরে ছেড়ে আসা প্রথম বাসের যাত্রী হন তিনি। কিন্তু দাউদকান্দি বিশ্ব রোডে টোল প্লাজার পূর্ব পাড়ে যানজটে দেড় ঘণ্টা আটকা পড়েছেন এ যাত্রী। মেঘনা সেতুর পশ্চিম পাড়ে আটকাপড়া নোয়াখালীর জোনাকি পরিবহনের বাস যাত্রী কামাল উদ্দিন আহমেদ জানান, পারিবারিক প্রয়োজনে দুপুর ১টার মধ্যে বাড়ি থাকার কথা তার। এ জন্য ঢাকা থেকে রাত ৪টার গাড়িতে উঠেন। কিন্তু মদনপুর থেকে যানজটে পড়েন তিনি। সকাল সাড়ে ৮টায়ও টোল প্লাজা পার হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন এ যাত্রী। তিনি বলেন, দিনের পর দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই টোল প্লাজার উভয় পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু কেউ দেখার নেই। সকালের প্রথম দিকেই দীর্ঘ যানজটের কারণ জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক বলেন, ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
×