ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাল্লেকেলে স্টেডিয়ামে দর্শকদের হামলায় লঙ্কাকাণ্ড!

প্রকাশিত: ১৯:২২, ২৮ আগস্ট ২০১৭

পাল্লেকেলে স্টেডিয়ামে দর্শকদের হামলায় লঙ্কাকাণ্ড!

অনলাইন ডেস্ক ॥ ফুটবলে ইউরোপিয়ান দেশগুলোতে দর্শকদের উগ্রতা নতুন কিছু নয়। তবে ক্রিকেটেও যে এমনটা ঘটেনি তা নয়। অতীতে ক্রিকেট ইতিহাস দর্শকদের উগ্র আচরণে কলঙ্কিত হয়েছে অনেকবারই। প্রিয় দলের মাঠের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে মাঠে বোতল, পাথর ইত্যাদি ছোড়া, গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়া, ক্রিকেটারদের দিকে খাদ্যসামগ্রীর উচ্ছিষ্ট বর্ষণ থেকে শুরু করে নির্দিষ্ট খেলোয়াড়কে গালিগালাজ,অতীতে ক্রিকেট দেখেছে এমন অনেক ঘটনাই। রবিবার এমনই এক ঘটনার সাক্ষী হলো পাল্লেকেলে স্টেডিয়াম। ক্রিকেটারদের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে মাঠে বোতল ছুঁড়লেন শ্রীলঙ্কার দর্শকরা। এই ঘটনায় সাময়িক ভাবে বন্ধ ছিল তৃতীয় ওয়ানডে। এমতাবস্থায় আম্পায়াররা প্রথমে ভারতকে জয়ী ঘোষণা করলেও পরে সবপক্ষের সঙ্গে আলোচনা করে আবারও খেলা শুরু হয়। লঙ্কার ৯ উইকেটে ২১৭ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় শিবিরে ছড়িয়ে পড়েছিল আকিলা ধনঞ্জয়ের আতঙ্ক। একাই ৬ জন ভারতীয় ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। শেষপর্যন্ত ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর ভুবনেশ্বর কুমার। সেই ধোনি গতকাল সঙ্গে পেলেন রোহিত শর্মাকে। সাবেক ভারত অধিনায়ক ৮৬ বলে ৬৭ রান করলেও নিজের ইনিংসে তিন অংকে নিয়ে যান ওপেনার রোহিত। ১৪৫ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। রোহিত-ধোনির অবিচ্ছিন্ন ১৫৭ রানের জুটিতে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সিরিজ জিতে নিল ভারত। এই নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৭ সিরিজ জিতল উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট শক্তি। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন থিরিমান্নে। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক কাপুদেগেরা মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। ভারতের হয়ে বল হাতে ২৭ রানে ৫ উইকটে তুলে নেন জসপ্রীত বুমরা
×