ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগরপথে কলাপাড়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

প্রকাশিত: ০৮:০৭, ২৮ আগস্ট ২০১৭

সাগরপথে কলাপাড়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ আগস্ট ॥ কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুর-মহিপুরে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে রোহিঙ্গারা। সর্বশেষ পরিসংখ্যান অফিসের তথ্যানুসারে ৭৪টি পরিবারকে রোহিঙ্গা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমনপীড়নে বিভিন্ন সময় মহিপুর-আলীপুরে বসবাসকৃত রোহিঙ্গাদের পরিচিত স্বজনরা কক্সবাজার উখিয়া টেকনাফ থেকে এখানে যাতায়াত করছে বলে একাধিক সূত্র দাবি করেছে। ইতোপূর্বে তালিকাভুক্তরা তাদের স্থানীয় গডফাদারদের সহায়তায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কয়েক মাস আগে শাহাবুদ্দিন নামের এক রোহিঙ্গা কিছুদিন আলীপুরে একটি ফিশিং বোটে কাজ করার পরে জলদস্যু অপহরণ করেছে এমন গুজব ছড়িয়ে গাঢাকা দিয়েছে। এসব রোহিঙ্গা পরিবারের সন্তানরা এখানে স্কুলে লেখাপড়াসহ তাদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করে আসছেন। তবে অভিযোগ রয়েছে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধপ্রবণ কাজের সঙ্গে এরা জড়িত।
×