ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

প্রকাশিত: ০৮:০৫, ২৮ আগস্ট ২০১৭

মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদ-প্রাপ্ত দশ জঙ্গীর ডেথ রেফারেন্সের (মৃত্যুদ- নিশ্চিতকরণ) নথি হাইকোর্টে এসে পৌঁছেছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ থেকে এই নথি সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছায়। পরে সেখান থেকে নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়। ডেথ রেফারেন্সের নথিতে হত্যাচেষ্টা মামলার রায়, কেস ডকেটসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংযুক্ত রয়েছে। এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ সাব্বির ফয়েজ জনকণ্ঠকে বলেন, ডেথ রেফারেন্সের নথি পেয়েছি। আজ সোমবার দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রধান বিচারপতির অনুমোদন পেলেই এই মামলার পেপারবুক প্রস্তুতের জন্য বিজি প্রেসে পাঠানো হবে।
×