ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় দিন শেষে ২ রানের লিড ইংল্যান্ডের

প্রকাশিত: ০৭:৫৬, ২৮ আগস্ট ২০১৭

তৃতীয় দিন শেষে ২ রানের লিড ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ হেডিংলিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনশেষে ২ রানের লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭১। মার্ক স্টোনম্যান ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে ৫২ রানে আউট হন। অধিনায়ক জো রুট ৪৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন ডেভিড মালান ২১ রান নিয়ে। জ্যাসন হোল্ডার নিয়েছেন ২ উইকেট। এর আগে সফরকারী ক্যারিবীয়দের প্রথম ইনিংস শেষ হয় ৪২৭ রানে। আগের দিনের ৫ উইকেটে ৩২৯ রান নিয়ে খেলতে নেমে আরও ৯৮ রান যোগ করে বাকি উইকেটগুলো হারায় তারা। ১৪৭ রানে অপরাজিত শাই হোপ আর কোন রান না করেই সাজঘরে ফেরেন। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানো এ মিডলঅর্ডার ২৫৩ বল খেলে ২৩ চার হাঁকিয়েছেন। তবে জারমেইন ব্ল্যাকউডের ৬৩ বলে ৭ চারে ৪৯ এবং হোল্ডারের ৫৪ বলে ৭ চারে ৪৩ রানের সুবাদে চারশ’ পেরিয়ে যায় উইন্ডিজরা। জেমস এ্যান্ডারসন পাঁচটি ও বেন স্টোকস দুটি উইকেট নেন।
×