ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জমি কিনবে প্রাইম ব্যাংক

প্রকাশিত: ০৬:০৫, ২৮ আগস্ট ২০১৭

জমি কিনবে প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ৪৬৬তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি যশোর সদরের পানসিবাড়ী এলাকায় ৬২ ডেসিমেল জমি কিনবে। এ জমি কিনতে রেজিস্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য সব খরচ মিলিয়ে মোট ৮৫ লাখ টাকা ব্যয় হবে। -অর্থনৈতিক রিপোর্টার আকর্ষণীয় অফার নিয়ে এলো মাস্টার কার্ড মাস্টার কার্ড সম্প্রতি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দারণি এক ক্যাম্পেনের ঘোষণা দিয়েছে। কার্ডহোল্ডারদের পুরস্কৃত করার মাধ্যমে মাস্টার কার্ড তাদের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের ব্যবহার বৃদ্ধি করার উদ্দেশে এ ক্যাম্পেনের ঘোষণা করেছে। মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহম্মদ কামাল বলেছেন, ঈদের সময় মানুষজনের খরচ বেড়ে যায়। এজন্য আমরা এই ক্যাম্পেন মাস্টার কার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীর সমস্যা কমিয়ে দেয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করেছি। আমরা চাই আমাদের কার্ডহোল্ডাররা ক্যাম্পেনের অফার তাদের কার্ড ব্যবহার করার মাধ্যমে উপভোগ করুক।-বিজ্ঞপ্তি
×