ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এটিএম বুথে পর্যাপ্ত টাকা ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রকাশিত: ০৬:০৩, ২৮ আগস্ট ২০১৭

এটিএম বুথে পর্যাপ্ত টাকা ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে (অটোমেটেড টেলার মেশিন) এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ এবং নিরাপত্ত নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, ঈদের ছুটিতে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। এছাড়া বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ, সার্বক্ষণিক বুথে পাহারাদারের সতর্কাবস্থানসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পয়েন্ট অব সেলের (পস) ক্ষেত্রে সার্বক্ষণিক পস সেবা নিশ্চিত এবং জাল-জালিয়াতি রোধে ব্যবসায়ী বা গ্রাহকদের সচেতন করতে হবে। অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে সেবায় কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অটেনসিয়েশন (টুএফএ) ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে আরও বলা হয়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা প্রদানকারী সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটিতে নিরবচ্ছিন্নভাবে লেনদেন চালু রাখতে হবে। অর্থাৎ বিকাশসহ যেসব ব্যাংক এ সেবা দিয়ে থাকে তাদের সেবাটি সার্বক্ষণিক চালু রাখতে হবে। এসব সেবায় লেনদেনের তথ্য এস এমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।
×