ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একইচিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৯৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৮ কোটি ১১ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৭৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস, ফরচুন সুজ, বিবিএস কেবল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, এসিআই, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও আইএফআইসি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, বিবিএস কেবল, আরামিট সিমেন্ট, ফরচুন সুজ, শাহজালাল ইসলামী ব্যাংক, আনালিমা ইয়ার্ন, প্রাইম ব্যাংক, এইচ আর টেক্সটাইল ও নর্দার্ন জুট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড, পিএফআই ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, বঙ্গজ, ফনিক্স ফাইন্যান্স ও বিডি ওয়েল্ডিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইডিএলসি, বিবিএস কেবল, আরএসআরএম স্টিল, ফরচুন সুজ, বিবিএস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি, এবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড ও ফু-ওয়াং ফুড।
×