ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাটের নিচে দারোগা ॥ গণধোলাই

প্রকাশিত: ০৫:৫১, ২৮ আগস্ট ২০১৭

খাটের নিচে দারোগা ॥ গণধোলাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকা-ের সময় এলাকাবাসীর হাতে আটক কিশোরীগঞ্জ থানার এএসআই হিরো কামালকে রবিবার সকালে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এলাকাবাসী জানায়, কিশোরীগঞ্জ থানার এএসআই হিরো কামাল শনিবার রাতে সাদা পোশাকে যদুমণি গ্রামে এক নারীর ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। এ সময় ঘরে কোন আলো না থাকায় এলাকাবাসী ঘরের দরজা খুলতে বলে। দীর্ঘ সময় পর ওই নারী দরজা খুললে এলাকাবাসী ঘরের খাটের নিচে লুকিয়ে থাকা দারোগা হিরো কামালকে খাটের নিচ হতে বের করে গণধোলাই দেয়। বিষয়টি অবগত হবার পর পুলিশ সুপারের নির্দেশে রবিবার সকালে ওই দারোগাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পাঠ্যবই বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥‘লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি’র উদ্যোগে লৌহজং বিশ^বিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ বই বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে প্রায় ১শত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে এই বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সমিতির চেয়ারম্যান কমান্ডার মোঃ সোলায়মানের সভাপতিত্বে ও লৌহজং উপজেলার সাবেক কমান্ডার মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ ওসমান গনি তালুকদার, তোফাজ্জল হোসেন তপন প্রমুখ।
×