ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে বাস খাদে ॥ বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ০৫:৫১, ২৮ আগস্ট ২০১৭

গোপালগঞ্জে বাস খাদে ॥ বাবা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৭ আগস্ট ॥ গোপালগঞ্জে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। রবিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের বাইপাস গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী গোল্ডেল লাইন পরিবহনের একটি নৈশকোচ বেদগ্রাম এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু ঘটে। নিহতদের দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো পিরোজপুর জেলার লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খুলনায় চালক স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ডুমরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত ও দুই বাসের প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। রবিবার দুপুরে খুলনা-পাইকগাছা সড়কের আঠারোমাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রবীন (৫০) বলে জানা গেছে। জানা যায়, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। খুলনা থেকে পাইকগাছা এবং পাইগাছা থেকে খুলনাগামী যাত্রীবাহী দুটি বাস ঘটনাস্থলে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি বাসের সামনের অংশ আর একটি বাসের মধ্যে ঢুকে পড়ে। এতে পাইকগাছাগামী বাসের চালক ঘটনাস্থলে নিহত এবং অপর বাসের চালকসহ দুই বাসের প্রায় অর্ধশত নারী, পুরুষ ও শিশু যাত্রী আহত হয়। গাজীপুরে পোশাক শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, রবিবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম (২৮)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার করিম লক্ষ্মীপুর এলাকার আবুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় রবিবার সকালে ময়মনসিংহগামী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যায়।
×