ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনা নোটিসে সাড়ে ৩শ’ দোকান উচ্ছেদ

প্রকাশিত: ০৫:৫০, ২৮ আগস্ট ২০১৭

বিনা নোটিসে সাড়ে ৩শ’ দোকান উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ আগস্ট ॥ আগানগর কাঁচাবাজারের প্রায় সাড়ে ৩শ দোকান উচ্ছেদে রবিবার অভিযান চালিয়েছে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ। এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙ্গে যায়। হামদর্দের উদ্যোগে ত্রাণ বিতরণ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর, নয়ারহাট, চিলমারী, রমনা, থানার হাট এবং রানীগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, ডাঃ সুনীল কুমার বর্মণ, ডাঃ বিকাশ চন্দ্র সরকার, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ফকির, নয়ারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়ছুল হক ম-ল, রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী, থানারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং হামদর্দ রাজশাহী ও রংপুর সেক্টরের ম্যানেজার সেলস্ এনামুল হকসহ হামদর্দের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। - বিজ্ঞপ্তি।
×