ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ আগস্ট ২০১৭

শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ আগস্ট ॥ বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে শ্রেণীকক্ষে ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। রবিবার সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে শহরের বাগবাড়ী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমতি লক্ষ্মীপুর জেলা সভাপতি সামছুদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সদর উপজেলা সভাপতি আলা উদ্দিন আলো, ফজলে বারী শোয়েব, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক কাজী মোস্তফা কাজল, সদস্য সচিব জাহাঙ্গীর আবেদ, জসীম উদ্দিন ও হাছিনা আক্তার প্রমুখ।বক্তারা বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিনিয়ত শিক্ষিকারা কোন না কোন অঞ্চলে নির্যাতনের শিকার হচ্ছেন। ঈদের আগেই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে সারাদেশে একযোগে কঠোর কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন বক্তারা। গাজীপুরে পানিতেডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পানিতে ডুবে রবিবার দুপুরে মাদ্রাসার দুই শিশু ছাত্র মারা গেছে। তারা হলো- সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের পাইনশাইল এলাকার পনির হোসেন ওরফে মনির হোসেনের ছেলে হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে সোয়ান (৬)।
×