ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা থেমে নেই ॥ তাপস

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ আগস্ট ২০১৭

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা থেমে নেই ॥ তাপস

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি বলেছেন, যে প্রতিক্রিয়াশীল শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যাতে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সে জন্য তারা বঙ্গবন্ধুসহ সপরিবারকে হত্যা করেছে। সেই শক্তি থেমে নেই। তারা বারবার ষড়যন্ত্র করছে। চেষ্টা করছে সেনাবাহিনীর মাধ্যমে কিছু করার, চেষ্টা করছে জঙ্গীবাদ সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। যখন তারা ফেল করল এখন ওরা ভর করেছে বিচারাঙ্গনকে নিয়ে। এ বিচারাঙ্গনকে কলঙ্কিত ও কুলষিত করার জন্য তারা বড় ষড়যন্ত্রে নেমেছে। রবিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি উদ্যোগে সমিতির মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- ব্যারিস্টার ফজলে নূর তাপস। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আজহারুল্লাহ, নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট আমিনুল হক ও নারায়ণগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।
×