ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ আগস্ট ২০১৭

জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ আগস্ট ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যা ছিল একটি নৃশংস ও পৈচাশিক ঘটনা। ঘাতকরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। পাকিস্তানীদের এজেন্ট হিসেবে যুদ্ধে যোগদান করেছিল। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির শত্রুদের সঙ্গে হাত মেলাতে পারে না। কিন্তু জিয়াউর রহমান সেটা করেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার পর পরই রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়ে খুনীদের বিদেশের দূতাবাসে চাকরি দিয়েছেন। খুনীদের পালাতে সহযোগিতা করেছেন। ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য বন্ধ করে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে এ কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য শুরু করেন। ওই সময় আমরা এ মামলার পূর্ণাঙ্গ কার্যক্রম শেষ করতে পারিনি। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করা হয়। রবিবার সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রী কলেজ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
×