ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ১৪ দিন পর ট্রেন চালু

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ আগস্ট ২০১৭

দিনাজপুরে ১৪ দিন পর ট্রেন চালু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বন্যার কারণে ১৪ দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন যোগাযোগ শুরুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে এখনও বন্ধ রয়েছে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সঙ্গে রেল যোগাযোগ। ১৩ আগস্ট বন্যার পানির স্রোতে রেললাইনের মাটি ও পাথর সরে গিয়ে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে প্রকৌশল বিভাগ জেলার কাউগা ও চিরিরবন্দর এলাকায় রেললাইন মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে। রবিবার সকালে যাত্রী নিয়ে কমিউটার (ডেম্যু) ট্রেন দিনাজপুর রেলস্টেশনে পৌঁছার মাধ্যমে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়। যৌন হয়রানি মামলায় শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ আগস্ট ॥ সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলামকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষকের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামে। পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এরই প্রেক্ষিতে শনিবার রাতে সদর থানায় এক ছাত্রীর পিতা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেন। ৭ হাজার ইয়াবাসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ আগস্ট ॥ কুমিল্লায় ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়। রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×