ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় ঈদ ফিরতি টিকেট যেন সোনার হরিণ

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ আগস্ট ২০১৭

বগুড়ায় ঈদ ফিরতি টিকেট যেন সোনার হরিণ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ এত কোচ, এত বাস। তারপরও ঈদের পরের ঢাকাগামী যাত্রীদের টিকেট মিলছে না। তাহলে এত টিকেট গেল কোথায়। বগুড়ায় এ প্রশ্নটি এখন বেশিরভাগ মানুষের। ঈদের পরের টিকেট যেন সোনার হরিণ। আর ক’দিন পরই ঈদ-উল আযহা। যারা চাকরি লেখাপড়া ও নানা কারণে ঢাকায় থাকেন তাদের ঈদের ছুটি কাটাতে বিড়ম্বনার যেন অন্ত নেই। স্বজনদের, আপনজনদের সঙ্গে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে ঈদের সময়টা আনন্দঘন পরিবেশে কাটাতে কে না চায়! এই চাওয়াটি তত সহজ হয়ে ওঠে না। ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যেতে যেমন বিড়ম্বনা। ফিরতেও তেমনই বিড়ম্বনা। ঈদের আনন্দের রেশ ধরে কষ্ট করে ভ্রমণ না হয় মেনে নেয়া যায়। টিকেট সংগ্রহের কষ্ট সবচেয়ে বেশি। নিত্য বছর এমন বিড়ম্বনার মধ্যে পড়া কয়েকজন জানালেন, এমনকি কোন পন্থা বের করা যায় না যাতে ঈদের যাত্রা ও ফিরতি যাত্রার কোন অসুবিধা না হয়। তাদের কথা : ঈদের রেশ অন্তত এক মাস থাকে। ঈদের ছুটি কাটাবার জন্য সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা মাসজুড়ে পর্যায়ক্রমে তিন দিন করে ছুটি নিলেই তো যাত্রার বিড়ম্বনা অনেকটা কমে যায়।
×