ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশু মোটা দেখাতে গেলানো হচ্ছে জাইমোভেট

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ আগস্ট ২০১৭

পশু মোটা দেখাতে গেলানো হচ্ছে জাইমোভেট

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পশুর বাজারগুলোতে অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত শুরু হয়েছে। অতিমুনাফার টার্গেট নিয়ে বিশেষ করে সাগরিকা ও বিবিরহাটের পশু ব্যবসায়ীরা খাওয়াতে শুরু করেছে ‘জাইমোভেট’ নামক পশু মোটাতাজাকরণের পাউডার। এতে মাত্র কয়েকদিনে পশু ফুলে-ফেঁপে তিনগুণ মোটায় পরিণত হওয়ার অভিযোগ রয়েছে। পশুকে পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। কয়েকদিনের মধ্যে ১শ’ থেকে ৫শ’ কেজি ওজনে রূপান্তর করতে এ পাউডার পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। প্রতিদিন এক থেকে দুটি প্যাকেট পাউডার খাওয়াতে হয়। শুধু গরুই নয়, ছাগল ও ভেড়াকেও মাত্রায় কম পরিমাণ খাইয়ে মোটাতাজা করা সম্ভব বলে মন্তব্য করেছেন ভেটেরিনারি চিকিৎসকরা। অভিযোগ রয়েছে, এর ফলে পশুর অস্বাভাবিক ক্ষুধা ও হজমশক্তি বৃদ্ধি পাবে। এমনকি অতিরিক্ত মাত্রায় খাওয়ানোর ফলে স্বল্প সময়ে প্রাণিকুল ফুলে-ফেঁপে মোটা দেখাবে এবং ১০-১২ দিনের মধ্যে পশুটি জবাই করা না হলে মৃত্যুও হতে পারে। অপরদিকে এ পাউডার খাওয়ানো বন্ধ করা হলে গবাদিপশু আগের অবস্থানে চলে যেতে পারে। তবে এ গবাদিপশুর মাংস মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। ক্যান্সারসহ ফুসফুসে ছিদ্র হওয়ার পাশাপাশি কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে। এদিকে, সাগরিকা গরু বাজারে এবার একটু ভিন্নতা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়া- বাংলাদেশের মধ্যে ক্রিকেট টেস্ট সিরিজের কারণে সাগরিকা মোড় থেকে জহুর আহমদ স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দু’ধারে পশুর বাজার বসাতে নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু বৃহস্পতিবার সাগরিকা গরু বাজার ও আশপাশ এলাকায় গিয়ে দেখা গেছে ডেকোরেশনের কাপড় দিয়ে ওই সড়কে গরুর বাজার বসানোর জন্য শেড তৈরি করা হয়েছে। সাগরিকা গরু বাজারের প্রবেশমুখেই গরুর খড়সহ খাবারকে আমাদের জাতীয় পতাকার কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। এটার মাধ্যমে আমাদের জাতীয় পতাকার পাশাপাশি বাঙালী জাতিকে বিদেশীদের কাছে হেয় করা হচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। উল্ল্যেখ, আগামী ১ সেপ্টেম্বর ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম বাসে ওই সড়কে যাতায়ত করবে।
×