ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা

সালিশে মীমাংসা না হওয়ায় মামলা ॥ মূল আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪২, ২৮ আগস্ট ২০১৭

সালিশে মীমাংসা না হওয়ায় মামলা ॥ মূল আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৭ আগস্ট ॥ কোটালীপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় সালিশ বৈঠকে তিন লাখ টাকায় মিটমাট না হওয়ার ঘটনার ১২ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার বিকেলে মামলা দায়েরের পর রাতেই পুলিশ ঘটনার নায়ক অনিক বৈদ্যকে গ্রেফতার করেছে। রবিবার সকালে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় কোটালীপাড়ার শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিকটবর্তী মন্দিরে ধর্মীয় গান শুনে বাড়ি ফিরছিল। পথে শুয়াগ্রাম ব্রিজের কাছে পৌঁছলে একই গ্রামের খোকন বৈদ্যের বখাটে ছেলে অনিক বৈদ্য ওই ছাত্রীকে ফুসলে ব্রিজসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেখানে পূর্ব থেকে অবস্থানরত আরও পাঁচ বখাটেকে সঙ্গে নিয়ে অনিক ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ওই ছাত্রী সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর স্কুলছাত্রীর বাবা বিষয়টি নিয়ে মামলার পদক্ষেপ নিলে ওই বখাটেদের পরিবারের পক্ষ থেকে নানা হুমকি-ধমকি দেয়া হয় এবং বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্যরা একাধিকবার সালিশ-বৈঠকও করে। গত শনিবার শুয়াগ্রাম বৈদ্যবাড়িতে কোটালীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা ও লক্ষ্মী রানী সরকারসহ স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠকে বখাটেদের পরিবারকে তিন লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। কিন্তু ছাত্রীর বাবা মনোরঞ্জন ফলিয়া সালিশের ওই রায় মেনে না নিয়ে কোটালীপাড়া থানায় এ ঘটনায় অনিক বৈদ্য, দীপংকর বৈদ্য (২৫), রনি বৈদ্য (১৮), শিমুল বৈদ্য (১৯), তমাল বৈরাগী (১৯) ও সুমন বিশ্বাসের (২০) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে। ছাত্রীর হাত ধরার জেরে হামলা ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৭ আগস্ট ॥ এক স্কুলছাত্রীর হাত ধরার প্রতিবাদ করায় কালকিনিতে শিক্ষার্থীদের হামলায় শিক্ষকসহ ১০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসী স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার সকালে ওই স্কুল ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটেছে।
×