ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাজী আজিজ আহমেদের ‘প্রেমের চিঠি’

প্রকাশিত: ০৫:১৩, ২৮ আগস্ট ২০১৭

কাজী আজিজ আহমেদের ‘প্রেমের চিঠি’

স্টাফ রিপোর্টার ॥ প্রবীণ গীতিকার কাজী আজিজ আহমেদের ‘যদি চোখ না হতো’ শিরোনামের একটি গান এবারের ঈদে সাউন্ডটেক থেকে প্রকাশিত হচ্ছে। গান গেয়েছেন কাজী আজিজ আহমেদের ছোট মেয়ে কাজী তানজিলা আলম ও শিল্পী জীবন মুরাদ। গানটির সুর করেছেন শহীদুল আলম তিতু ও জীবন মুরাদ (তিতু মুরাদ) এবং সঙ্গীতায়োজন করেছেন লিটন দাশ। গানটি ‘প্রেমের চিঠি’ নামের এ্যালবাম স্থান পাবে বলে জানা গেছে। এই গানটি রচনার মাধ্যমে সুদীর্ঘ ৪৮ বছর পর ‘চোখ’ নিয়ে গীতিকার লিখলেন নতুন গান। চোখ নিয়ে কাজী আজিজ আহমেদ ১৯৬৮ সালে রচনা করেছিলেন ‘চোখ যে মনের কথা বলে’ গানটি। যা ১৯৭০ সালে ‘যে আগুনে পুড়ি’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়। বাংলাদেশের কলজয়ী গানগুলোর মধ্যে গানটি অন্যতম। এবার দেখার বিষয় গীতিকারের নতুন এই গানটি কতটা সাফল্য পায়।
×