ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুরাঞ্জলির ঈদ এ্যালবাম

প্রকাশিত: ০৫:১০, ২৮ আগস্ট ২০১৭

সুরাঞ্জলির ঈদ এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে বেশকিছু নতুন অডিও এবং ভিডিও এ্যালবাম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি। নতুন এ্যালবামগুলোর মধ্যে পুরনোদের পাশাপাশি নতুন বেশ ক’জন শিল্পীর গান রয়েছে। ঈদের এ্যালবামগুলোতে শ্রোতাদের জন্য বেশ চমক রয়েছে বলে জানা গেছে। সুরাঞ্জলির অধিকর্তা কাইয়ুম জানান এবারের ঈদ উপলক্ষে ৭টি অডিও এবং দুটি ভিডিও এ্যালবাম প্রকাশ হয়েছে। এগুলো হলো- তানজীব সারোয়ারের কথা ও সুরে এবং তানজীব সারোয়ার ও নাদিয়ার কণ্ঠের এ্যালবাম ‘লাজুক লাজুক’। এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন সময়ের স্বনামধন্য সঙ্গীত পরিচালক সাজিদ সরকার। কনা ও বাপ্পার কণ্ঠে মিষ্টি গান ‘চলো যাই সখী’। গানের কথা লিখেছেন আশরাফুল হক তুরন। সুর-সঙ্গীত করেছেন আবিদ রনি। সজীব শাহরিয়ারের কথায় এবং রেজওয়ান শেখর সুর-সঙ্গীতে তৌসিফের ‘একা’। গানের শিরোনাম-পরবাসী। ইথুন বাবুর কথা ও সুর-সঙ্গীতে মমতাজের একক এ্যালবাম ‘তোরে লইয়া যামু আমি লন্ডনে।’ এ্যালবামে রয়েছে ৩টি গান। গানগুলো হলো ‘তোরে লইয়া যামু আমি লন্ডনে, যারে উড়ে যাও পাখি, বন্ধু তুমি আইলানা।’ হাবিব মোস্তফার তৃতীয় একক ‘এক পৃথিবী প্রেম’। নাজির মাহমুদের সুরে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস। সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ঐশীর ‘শখের ঘুড্ডি’। একটি মাত্র গান লিখেছেন ইশতিয়াক রুপু। সুর-সঙ্গীত করেছেন আবিদ রনি। শাওন গানওয়ালার কণ্ঠে ‘তুমি‘। গানটি লিখেছেন আতাউর রহমান খান এবং সুর-সঙ্গীত করেছেন বেলাল খান। ‘আমি বন্দী কারাগারে’খ্যাত গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশীর ‘জোনাক’। গান লিখেছেন নীহার আহমেদ। সুর করেছেন মুরাদ নুর এবং সঙ্গীত করেছেন মুশফিক লিটু। ন্যান্সি এবং সাফায়েতের ভিডিও ‘মন চোর।’ গত রোজার ঈদে এই এ্যালবামটি অডিও আকারে প্রকাশ হয়েছিল এবার প্রকাশিত হচ্ছে ভিডিও। গানের কথা লিখেছেন ¯েœহাশীষ ঘোষ এবং সুর করেছেন মোঃ মিলন। সঙ্গীত করেছেন এম এম পিরনি। ‘ইচ্ছে ডানায় মনের ভেতর’ এ ্যালবামের এই গানটি ভিডিও আকারে প্রকাশিত এই ঈদ-উল-আযহায়। গানটি লিখেছেন রাফিউজ্জামান সলিট, সুর-সঙ্গীত-একাত্ব। কণ্ঠশিল্পী-পাভেল এবং তানহা। এই গানের ওপর ভিত্তি করে একটি শর্ট ফিল্ম নির্মিত হচ্ছে। শর্ট ফিল্মটির নাম-নির্ঝরা। অভিনয়ে আছেন- বৃষ্টি ইসলাম এবং সৌমিক আহমেদ।
×