ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ভাইরাস লিংক

প্রকাশিত: ০৫:০৫, ২৮ আগস্ট ২০১৭

ফেসবুকে ভাইরাস লিংক

সম্প্রতি হ্যাকাররা ভাইরাসযুক্ত একটি ভিডিও লিংক ফেসবুকে ছাড়িয়েছে। ক্ষতিকর এই লিংকটি ব্যবহারকারীরা পাচ্ছে তাদের কোন বন্ধুর মাধ্যমে। বন্ধুর কাছ থেকে ভিডিও লিংক আসায় অনেকেই লিংকটিতে ক্লিক করছে এবং ভোগান্তির মুখে পড়ছে। তাই ফেসবুকে কাছের বন্ধুর কাছ থেকে কোন সন্দেহজনক ভিডিও লিংকের মেসেজ পেলে ক্লিক করার আগে সাবধান। নতুন এই স্ক্যাম মেসেজটিতে কারও নামের ভিডিও উল্লেখ করে শকিং ইমোজি দিয়ে যে লিংক দেয়া হচ্ছে, ওই লিংকে ক্লিক করলে ভিডিও চালু হওয়ার পরিবর্তে ক্ষতিকর কোন ওয়েবসাইট ব্রাউজারে ওপেন হবে। গুগল ক্রোম ব্রাউজারে ভুয়া একটি ইউটিউব চ্যানেল আসবে, যা এ্যাডওয়্যারের টোপ দেবে। ফায়ারফক্সে এমন একটি পেজ চালু হবে যা ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করার জন্য বলবে। নিরাপত্তা গবেষক ডেভিড জেকোবি বলেন, ভুয়া ভিডিও লিংকটিতে ক্লিক করা মাত্রই তা ক্ষতিকারক কোন ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সফটওয়্যার ডাউনলোড করার জন্য বলবে। যার মাধ্যমে ব্যবহারকারীর ফেসবুক এ্যাকাউন্টের তথ্য পাচার ছাড়াও কম্পিউটার/মোবাইল ভাইরাসে আক্রান্ত হবে। বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছে, ক্ষতিকারক সফটওয়্যার তাদের স্মার্টফোনের কিবোর্ডের কার্যকলাপ ট্র্যাক করেছে। যদি কেউ অনলাইনে শপিং করে থাকেন তাহলে তার ব্যাংকিং তথ্যাদি এর মাধ্যমে চুরি করতে পারে হ্যাকাররা। এ ধরনের মেসেজ পেয়ে থাকলে সবচেয়ে ভাল কাজ হবে তা ডিলেট করে ফেলা। -ডেইলি মেইল
×