ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে গরু বোঝাই দু’শ’ ট্রাক আটকা

প্রকাশিত: ০৫:০৪, ২৮ আগস্ট ২০১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে গরু বোঝাই দু’শ’ ট্রাক আটকা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ আগস্ট ॥ পদ্মায় প্রবল স্রোতে র কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে গরু বোঝাই প্রায় দু’শ’ ট্রাক আটকে আছে। ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য এসব গরু বোঝাই ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে গরু বোঝাই ট্রাক ঘাটে এসেই পড়ছে চরম বিড়ম্বনায়। সময়মতো ফেরি পার না হতে পারায় গরু“ ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় গরু বোঝাই ট্রাক ঘাটে এসে জমা হচ্ছে। এদিকে পথে পথে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন গরু বোঝাই ট্রাক চালকরা। ঈদ বখশিসের নামে এসব চাঁদা আদায় করা হচ্ছে বলে তাদের অভিযোগ। ফেরিঘাট কর্তৃপক্ষ বলছে, গরু বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করছি। গরু ব্যবসায়ীরা বলেন, কুষ্টিয়া থেকে কাঁঠালবাড়ি ফেরিঘাট পর্যন্ত আসতে পথে পথে পুলিশকে চাঁদা দিতে হয়েছে। তার ওপর ঘাটে এসে আমরা সময়মতো ফেরি পার হতে পারছি না। গভীর রাতে ঘাটে এসে ফেরি না পেয়ে সারারাত ফেরির অপেক্ষায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার রাতে ঘাটে এসে রবিবার দুপুর পর্যন্ত আমরা ফেরি পার হতে পারছি না। সময়মতো ঢাকায় গরু পৌঁছাতে না পারলে আমাদের বড় ধরনের ক্ষতি হবে। তা ছাড়া ঘাটে কোন সিরিয়াল মানা হচ্ছে না। বিআইডব্লিউটির সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন মিয়া বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কাঁঠালবাড়ি ফেরিঘাটে ১৯টি ফেরির সবই চালু রয়েছে। ঘাটে গরু বোঝাই প্রচুর ট্রাক জমা হয়েছে। তবে আমরা অন্যান্য পরিবহনের চেয়ে গরু বোঝাই ট্রাক অগ্রাধিকার দিয়ে ফেরি পারাপার করছি। পণ্য বোঝাই ট্রাক সীমিত আকারে পারাপার করা হচ্ছে।
×