ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক স্বাস্থ্য সেবায় ৪১২০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৪:৪৯, ২৮ আগস্ট ২০১৭

প্রাথমিক স্বাস্থ্য সেবায় ৪১২০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা সেবার উন্নয়নে সহজ শর্তে ৫১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ১২০ কোটি টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ঋণ চুক্তি সই করবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহেদ মালেক এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান উপস্থিত থাকবেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সহজ শর্তেই বড় অঙ্কের এ ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ। সুদমুক্ত এ ঋণে কেবল সার্ভিস চার্জ দিতে হবে শূন্য দশমিক ৭৫ শতাংশ। আর ঋণ পরিশোধে ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছর সময় পাওয়া যাবে। সূত্র জানায়, হেলথ সেক্টর সাপোর্ট প্রজেক্টের মাধ্যমে স্বাস্থ্য সেবা পদ্ধতির ক্ষেত্রে বেশকিছু সংস্কার করা হবে। সেই সঙ্গে মানসম্মত জরুরী স্বাস্থ্যসেবাগুলো জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের যেসব এলাকার মানুষ জাতীয় গড়ের তুলনায় কম স্বাস্থ্যসেবা পাচ্ছেন, সেসব এলাকায় প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্ব দেয়া হবে। এ দুই বিভাগে বছরে প্রায় ১ লাখ ৪৬ হাজার মাকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে নির্ধারিত টিকাগুলো নিশ্চিত করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ শিশুকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, বিশ্বব্যাংক ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত হেলথ সেক্টর প্রোগ্রামের আওতায় ১৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ লাখ ১৭ হাজার ৬০ কোটি টাকা) সহায়তা করবে। এর সঙ্গে ১৫ মিলিয়ন রয়েছে গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটির অনুদান। এ কর্মসূচীর মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুরোধ, নবজাতক ও গর্ভকালীন প্রসূতি সেবা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করার জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, গত ২৯ জুলাই ‘হেলথ সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ এবং ডিজিটাইজিং ইমúিøমেন্টেশন মনিটরিং এ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট শীর্ষক দুটি প্রকল্পে ৫৭ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের কেন্দ্রীয় বোর্ড। অনুমোদনের এক মাসের মধ্যেই প্রথম প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে বহুজাতিক সংস্থাটি।
×