ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাস্পিয়ান সাগরের নিরাপত্তা নিয়ে রাশিয়া-ইরান বৈঠক

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ আগস্ট ২০১৭

কাস্পিয়ান সাগরের নিরাপত্তা নিয়ে রাশিয়া-ইরান বৈঠক

ইরান এবং রাশিয়ার নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা কাস্পিয়ান সাগরের নিরাপত্তা রক্ষার বিষয়ে শনিবার আলোচনা করেছেন। কেবলমাত্র এ সাগরতীরবর্তী দেশগুলোর সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পথ বের করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইয়াহু নিউজ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক নৌপথ নিরাপত্তা সিম্পোজিয়াম বা আইএমএসএসের অবকাশে এ আলোচনা হয়। সিম্পোজিয়ামে ইরানের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার এ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি। কাস্পিয়ানের নিরাপত্তা নিয়ে রাশিয়ার শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন তিনি। লিঙ্গ বৈষম্যহীন পাসপোর্ট কানাডার যেসব নাগরিক নিজেদের লিঙ্গ নিয়ে দ্বিধাবিভক্ত, যারা নিজেদের প্রকৃতির নিয়মে পুরুষ বা নারী ভাবতে নারাজ তারা পাসপোর্টে নিজেদের লিঙ্গের উল্লেখ না করে বরং লিঙ্গের জায়গায় এক্স লিখলেই হবে। মানবাধিকার আইনে পরিবর্তন এনে ধর্ম, জাতি, বয়সের পাশাপাশি জেন্ডার আইডেন্টিটি ও এক্সপ্রেশনের ক্ষেত্রে বৈষম্য না করার বিষয়টি জানানো হয়েছে। -সিবিসি হিটলারকে নিয়ে আইনস্টাইনের চিঠি জার্মানির নাৎসি নেতা এ্যাডলফ হিটলারের প্রতিপত্তি নিয়ে চিন্তিত হয়ে আলবার্ট আইনস্টাইন তার বন্ধুকে এক চিঠি লিখেছিলেন। সেই চিঠিই এবার নিলামে উঠেছে। সর্বমোট তিনটি চিঠি লিখেছিলেন আইনস্টাইন। আর তার বন্ধু ছিলেন সুইস-ইতালিও ইঞ্জিনিয়ার মিশেল বেসে। চিঠিগুলো লেখা হয় ১৯৩৮ সালের অক্টোবর মাসে। চিঠিগুলোর বিষয় ছিল পোল্যান্ড আক্রমণ নিয়ে লেখা। চিঠিগুলোর নিলামে ডাক উঠতে পারে ২৫ হাজার ডলার থেকে। -ডেইলি মেইল
×