ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত-চীন সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে ॥ জেনারেল বিপিন

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ আগস্ট ২০১৭

ভারত-চীন সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে ॥ জেনারেল বিপিন

ভারত-চীন সীমান্তে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। ডোকলাম ইস্যুতে বর্তমানে দুদেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে জেনারেল রাওয়াতের ওই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া। পুনেতে সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা ও কৌশলগত অধ্যয়ন বিভাগ আয়োজিত বর্তমান ভূ- কৌশলগত পরিস্থিতিতে ভারতের চ্যালেঞ্জ- শীর্ষক আলোচনা সভায় শনিবার জেনারেল রাওয়াত ওই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, চীনের পক্ষ থেকে ডোকলামে বর্তমান অচলাবস্থায় স্থিতিশীলতা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, সে স¤পর্কে আমাদের চিন্তা করা প্রয়োজন। আমার মনে হয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে। তিনি বলেন, বিরোধ এবং এলাকা স¤পর্কে বিতর্কিত দাবি অব্যাহত রয়েছে। এটি প্রকৃত নিয়ন্ত্রণরেখা স¤পর্কে ভিন্ন ভিন্ন ধারণার জন্য হচ্ছে জেনারেল রাওয়াত বলেন, চীনের সেনাবাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের সময় ভারতীয় সেনারা একথা বলেছে, উভয়পক্ষকে ১৬ জুনের আগের (অচলাবস্থা শুরু) অবস্থানে ফিরে যাওয়া উচিত। কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে কোন সমাধান বেরোয়নি। বর্তমানে তা কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, চীনের সশস্ত্র সেনারা বিশেষভাবে চীনের স্বশাসিত এলাকা তিব্বতে সেনাসমাবেশ ও অভিযান চালানোর ক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমাদের সেনারা এটা ভাবছে না যে, ফের অন্য কোন সেক্টরে এরকম হবে না। বরং এজন্য প্রস্তুত ও সবসময় সতর্ক থাকা ভাল। সেনাবাহিনীর প্রতি আমার বার্তা যেন কোনভাবে শিথিলতা দেখানো না হয়। তিনি আরও বলেন, নয়াদিল্লী- বেইজিংয়ের মধ্যে বিরাজমান ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চেষ্টা করছে চীন। চীন একনাগাড়ে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের প্রভাব বৃদ্ধি করছে। জেনারেল রাওয়াত জম্মু-কাশ্মীরে ছায়া যুদ্ধ চালানোর অভিযোগে পাকিস্তানের সমালোচনা করেন এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে যাওয়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরকে ভারতের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। ভারত প্যাংগং লেকের ধারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ২০ কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করছে।
×