ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দোষীকে শাস্তি পেতেই হবে

প্রকাশিত: ০৪:৩৩, ২৮ আগস্ট ২০১৭

দোষীকে শাস্তি পেতেই হবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হরিয়ানায় সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না। ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার হওয়ার পর সৃষ্ট সহিংসতায় ৩৬ জন নিহত ও ২৫০-এর বেশি লোক আহত হয়েছে। মোদি রবিবার রেডিওতে মান কি বাত অনুষ্ঠানে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে হুঁশিয়ার করে দেন। এনডিটিভি। মোদি রেডিওতে তার মান কী বাত অনুষ্ঠানে বলেন, ‘কোন ব্যক্তি বা দল যেই আইন নিজের হাতে তুলে নেবে তাদের ছাড় দেয়া হবে না।’ তিনি বলেন, ‘ধর্মের নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়।’ বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিংকে আদালত দোষী সাব্যস্ত করে জেলে পাঠানোর পর হরিয়ানা রাজ্যের চ-ীগড় থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী ছোট শহর পঞ্চকুলা সহিংসতা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। মোদি বলেন, ‘ভারত মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ। এখানে সহিংসতার স্থান নেই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কোন ব্যক্তি বা দল আইন নিজের হাতে তুলে নিলে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রত্যেকে আইন মেনে চলতে বাধ্য। আইন অনুযায়ী, কেউ দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি পেতে হবেই।’ হরিয়ানার নাম সরাসরি উল্লেখ না করে তিনি এসব মন্তব্য করেন। পরোক্ষভাবেই ডেরা ভক্তদের তা-বের কড়া নিন্দা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তার হুঁশিয়ারি, যে হিংসার পথ বেছে নেবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ৩৫তম মান কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই ডেরা ভক্তদের তুলাধোনা করেন মোদি। শুক্রবার ওই সহিংসতার পর শনিবার পঞ্জাব-হরিয়ানা হাইকোট হরিয়ানা সরকারকে ভর্ৎসনা করে। কটাক্ষ করে প্রধানমন্ত্রীকেও। বিচারকরা বলেন, তিনি (মোদি) শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, ভারতেরও। এরপর রবিবার তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন। তিনজন বিচারকের সমম্বয়ে গঠিত বেঞ্চ শুক্রবার রাম সিংয়ের রায় ঘোষণা পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জন্য হরিয়ানার বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তীব্র সমালোচনা করা হয়। বিচারকরা মন্তব্য করেন, ভোট ব্যাংক হারানো ভয়ে খাট্টার সহিংসতা সৃষ্টিকারীদের কাছে আত্মসমর্পণ করেছেন। মুখ্যমন্ত্রী খাট্টার স্বীকার করেন শুক্রবার পরিস্থিতি সামাল দিতে তার সরকার কিছু ত্রুটি করেছিল। তবে তিনি দাবি করে ডেরা সাচ্চা সৌদায় রাম রহিম সিংয়ের সমর্থকদের ভিড়ে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গিয়ে ওই সহিংসতা ঘটিয়েছে। এদিকে খাট্টারকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও বিজেপি এটি স্পষ্ট করে দিয়েছে যে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে পরিবর্তন আনার কোন পরিকল্পনা তাদের নেই। ভারতে গোরক্ষা নিয়ে সহিংসতাও ক্রমশ বাড়ছে। এই পরিপ্রেক্ষিতেও মোদির রবিবারের বক্তব্য তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগে তিনি গোরক্ষকদের তা-বের তীব্র নিন্দা করেন। আহমেদাবাদের গান্ধী আশ্রমে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেছিলেন, ‘গোভক্তির নামে মানুষ হত্যা মেনে নেয়া যায় না। মহাত্মা গান্ধীও এটি মেনে নিতেন না। রবিবারও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ নিয়ে আসেন প্রধানমন্ত্রী। স্থান পায় গৌতম বুদ্ধের নামও। এরপর স্বচ্ছ ভারত অভিযানের কথাও উল্লেখ করেন মোদি। ভারতে এখন ২ লাখ ৩০ হাজার গ্রামে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ হয়েছে। মোদি দাবি করেন, এটি তার স্বচ্ছ ভারত অভিযানেরই সাফল্য। ২০০২ সালে নিজের এক শিষ্যকে ধর্ষণের অভিযোগ ওঠে বাবা রাম রহিম সিংহের বিরুদ্ধে। দীর্ঘ ১৫ বছর পর গত শুক্রবার সেই মামলায় ধর্ষক প্রমাণিত হন রাম রহিম। রাম রহিমের দ- সোমবার ঘোষণা করা হবে।
×