ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ সাগর উত্তাল ॥ কুয়াকাটায় ১৭ জেলেসহ ট্রলার ডুবি

প্রকাশিত: ০৩:৫৬, ২৭ আগস্ট ২০১৭

হঠাৎ সাগর উত্তাল ॥ কুয়াকাটায় ১৭ জেলেসহ ট্রলার ডুবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা সংলগ্ন ২০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তান্ডবে এফ.বি শুকতারা-২ নামের একটি মাছ ধরা ট্রলার ১৭ জেলেসহ ডুবে গেছে। রবিবার বিকেলে ট্রলারটি হঠাৎ ঢেউয়ের তোড়ে ডুবে গেছে। এক ঘন্টা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা জেলেদের একই মালিকের শুকতারা-১ ট্রলার উদ্ধার করে। সবাইকে শেষ বিকালে মৎস্যবন্দর আলীপুরে ঘাটে আনা হয়েছে। ট্রলারের মিস্ত্রি সবুজ ও জাবেদ আহত হয়। উভয়কে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে মাঝি কবির হোসেন, বাবুল হোসেন, সবুজ, মুজাম্মেল, হযরত আলী, আব্দুর রহিম, হানিফ, সিদ্দিকুর রহমান, হান্নান, মোতাচ্ছের, মিজান হোসেন, তোতা মিয়া, হারুন অর রশিদ, জাবেদ, মাহিদুল ইসলাম, নুর ইসলাম, আব্দুস ছালাম। তবে সাগর উত্তাল থাকায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ট্রলার মালিক মো. জয়নাল আকন। ডুবে যাওয়া ট্রলারের মাঝি মো. কবির হোসেন জানায়, রবিবার দুপুরের দিকে মাছ ধরারত অবস্থায় হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। তড়িঘরি করে কিনারে ফেরার পথে ঢেউয়ের তান্ডবে ট্রলারটি ডুবে যায়। এসময় মালিকের অপর একটি ট্রলার এসে আমাদের সকলকে উদ্ধার করে আলীপুর নিয়ে আসে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ইঞ্জিন রুমে থাকা দুই জনকে উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়।
×