ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ের বানভাসিদের ঘরে ঘরে ত্রাণ

প্রকাশিত: ০১:২২, ২৭ আগস্ট ২০১৭

লৌহজংয়ের বানভাসিদের ঘরে ঘরে ত্রাণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে বন্যাকবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিলেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়ামিন এমিলি। সাইনহাটি, রাউতগাও ও ঝাউটিয়ার ১শ’ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন। পানিতে ভিজেই এই ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান এই সাংসদ। এর আগে তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারিভাবে বৃহস্পতিবার এই এলাকায় ত্রাণ বিতরণ করেন। কিন্তু বন্যার্ত মানুষের কষ্ট দেখে গিয়ে আবার ত্রাণ নিয়ে হাজির হন। তাই সাংসদকে কাছে পেয়ে বানভাসি পরিবারগুলো আগেপ্লুত হয়ে পড়েন। প্রতিটি পরিবারের মাঝে চাল, চিড়া, চিনি, মুশুর ঢাল, সেমাই, সোয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনী জিনিস বিতরণ করা হয়। ‘অন্বেষন’ নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চোরম্যান মো. ওসমান গণি তালুকদার, অন্বেষনের নির্বাহী পরিচালক মিতালী নুসরাত পারভীন, উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, জেলা আওয়ামী লীগ উপ প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, অন্বষণের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তাফিজ কামাল প্রমুখ।
×