ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৭:৫৯, ২৭ আগস্ট ২০১৭

কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানম-ির আনোয়ার খান মডার্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানকার ডি ব্লকের ৪০৪ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। ডাঃ ফিরোজ আহমেদ কোরাইশির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন কবি। কবির কিডনিজনিত সমস্যা বেড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কবির বড় ছেলে আব্দুল্লাহ প্রতীক চৌধুরী জানান, বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে। তিনি কথা বলছেন না। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে কেবিনেই আছেন। আইসিইউতে নেয়া হয়নি। তিনি জানান, আজ রবিবার সকাল দশটায় কবি বেলাল চৌধুরীর যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বোর্ড গঠন করবে। কবি বেলাল চৌধুরী ২০১৪ সালের ৯ মে কলকাতা সাহিত্য আকাদেমির এক অন্ষ্ঠুানে যোগ দেয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। মূত্রনালিতে ইনফেকশনের কারণে সেফটিসেমিয়া রোগে ভুগছেন। এছাড়া তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরী। তিনি একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি একুশে পদক পান।
×