ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা এখনও ষড়যন্ত্র করছে’

প্রকাশিত: ০৬:০৮, ২৭ আগস্ট ২০১৭

‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা এখনও ষড়যন্ত্র করছে’

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা এখনও ষড়যন্ত্র করছে। তাঁর অবদান তুলনা করতে গিয়ে প্রকারান্তরে বঙ্গবন্ধুকেই ছোট করা হয়েছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেÑ তাদের ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযোদ্ধাদের সচেতন থাকতে হবে। স্বাধীনতাবিরোধী ওই অপশক্তিকে নির্মূল করতে মুক্তিযোদ্ধাদের আরও সোচ্চার হয়ে উঠতে হবে। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান ড. এস. এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাই দেশের উন্নয়ন কর্মকা-ে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের নিকট তুলে ধরতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভূমিকা হতে হবে অগ্রগণ্য। ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা এখনও ষড়যন্ত্র করছে। তাই মুক্তিযোদ্ধাদের আরও সচেতন থাকতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযোদ্ধাদের আরও সোচ্চার হতে হবে। তিনি বলেন, সর্বোস্তরের বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যের ভিত্তিতে সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব। এতে আরও বক্তব্য রাখেন বীর বিক্রম এস পি মাহবুব, বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ মকিম সন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ উলফত আলী, ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
×