ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু সাজিদার টাকায় দুই বন্যার্তের বাড়ি নির্মাণ

প্রকাশিত: ০৬:০৭, ২৭ আগস্ট ২০১৭

শিশু সাজিদার টাকায় দুই বন্যার্তের বাড়ি নির্মাণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের খানসামা উপজেলা পল্লীতে মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে দুইজন অসহায় বন্যার্ত ব্যক্তির ঘর নির্মাণে অনন্য নজির স্থাপন করল শিশু সাজিদা মনি। সাজিদার বয়স প্রায় ৪ বছর। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের নার্সারী ক্লাসের শিক্ষার্থী ও নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শফিউল আলম শফির দ্বিতীয় মেয়ে। শনিবার সকালে বাবা ও মেয়ে মিলে উপজেলার গোয়ালডিহি কাচারীপাড়ার সুশান্ত চন্দ্র ও বাবু চন্দ্র রায়ের পাশে দাঁড়ান। তারা দুই ভাইয়ের থাকার ঘর নির্মাণে ঢেউটিন, বেড়া তৈরি বাঁশ, রশি, লোহার তার ও ঘর নির্মাণ শ্রমিকসহ আনুষাঙ্গিক জিনিসপত্র প্রদান করেন। সুশান্ত ও বাবু চন্দ্র বন্যার পর প্রথমে আশ্রয় কেন্দ্রে এবং পরে মাথা গোঁজার ঠাঁই না থাকায় অন্যের বাড়িতে রাত কাটাত। খবর পেয়ে সাজিদা ও তার বাবা শফি ঘর-বাড়ি নির্মাণ সমগ্রী নিয়ে তাদের বাড়িতে ছুটে যান। শিশু সাজিদা মনি তার মাটির ব্যাংকে জমানো প্রায় ৩ হাজার টাকা এনে বাবার হাতে তুলে দেয়। শফি নিজের অনুদানের টাকার সাথে মেয়ের দেয়া টাকা দিয়ে ঘর-বাড়ি নির্মাণে জিনিসপত্র কিনে অসহায়দের হাতে তুলে দেন। এ সময় সাজিদা মনির শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মান্নান ম-ল, জামাল উদ্দিন, ডা. আব্দুল মতিন, ওবায়দুর রহমান ম-ল ও নির্মাণ শ্রমিক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
×