ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়েমুচড়ে নিহত ২

প্রকাশিত: ০৬:০৬, ২৭ আগস্ট ২০১৭

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়েমুচড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে শনিবার বিকেলে ট্রেন ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুূর্ঘটনার কারণে ঢাকা-খুলনা রেলসড়কে প্রায় একঘণ্টা চলাচল বন্ধ ছিল। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ শাহজাহান ও রেলওয়ে পুলিশের এএসআই দাদন মিয়া জানান, শনিবার সিরাজগঞ্জ থেকে মাছভর্তি একটি পিকআপ ভ্যান ঢাকা যাচ্ছিল। পথে যানজট এড়াতে পিকআপভ্যানটি কালিয়াকৈরের একটি আঞ্চলিক সড়কে দিয়ে যেতে থাকে। বিকেল পৌনে তিনটার দিকে কালিয়াকৈর হাইটেক পার্কের পূর্বপাশে বক্তারপুর এলাকায় অরক্ষিত একটি রেলক্রসিং দিয়ে পিকআপভ্যানটি ঢাকা-খুলনা রেলসড়ক পার হওয়ার সময় থেমে যায়। এ সময়ে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ওই পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। পিকআপটি আটকে গেলে ট্রেনটি পিকআপটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিমি. দূরে গিয়ে থামে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপ আরোহী দুজন ঘটনাস্থলে নিহত ও অপর তিনজন আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় দুজনকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওই রেল সড়কে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু রায়হান সিদ্দিক জানান, মাথায় গুরুতর জখমসহ আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
×