ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ আগস্ট ২০১৭

ক্যাম্পাস সংবাদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে নবীনবরণ সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ডিআইইউ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের প্রফেসর আহমেদ রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মোঃ সবুর খান। অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয় ও অতিথিবৃন্দ একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনাপর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজের শিক্ষার্থীদের তৈরি শর্টফিল্ম প্রদর্শনী। বিইউপিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রোগ্রাম উদ্বোধন সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ পরিবেশ বিজ্ঞান বিভাগ ও গ্রিনটেক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিবেশ বিজ্ঞান বিভাগের ঊহবৎমু ্ ঊহারৎড়হসবহঃধষ ঝঃঁফরবং প্রোগ্রামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর হায়ার স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাঈদ মোফাজ্জেল মাওয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাইফুল হক, পরিচালক, ইনস্টিটিউট অব এ্যাডভ্যান্স স্টাডিজ। সায়েন্স এ্যান্ড টেকনালজি অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিকী, পিবিজিএম, পিএসসি, টিই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির উর্ধতন কর্মকর্তা, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ। ক্যাম্পাস প্রতিবেদক
×