ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভাষ বাড়ৈ

নতুন বিষয় ॥ এ্যাভিয়েশন টেকনোলজি

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ আগস্ট ২০১৭

নতুন বিষয় ॥ এ্যাভিয়েশন টেকনোলজি

প্রাচীনকাল থেকে সভ্যতা, সংস্কৃতি, উদ্ভাবনসহ শিক্ষা বাবস্থায় ‘দ্য গ্রেট চায়না’ সবার কাছে আকর্ষণীয় একটি দেশ। অত্যাধুনিক বিশ্বেও তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, বাণিজ্যিক উন্নয়ন ও শিক্ষায় চায়নার রয়েছে অভাবনীয় অবদান। বিমান তৈরি, ডিজাইন, সমরাস্ত্র এবং কমার্শিয়াল এ্যাভিয়েশন ক্ষেত্রেও চায়নার অগ্রগতি এখন বিশাল। বর্তমান বিশ্বের প্রথম ইলেক্ট্রিক চালিত বিমান তৈরি সম্পন্ন হয়েছে চায়নার বিখ্যাত কোম্পানি Sheûang Aerospace Corporation এ। যেটি চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত চায়নার জিয়ানক্সি প্রদেশে অবস্থিত Nanchang Hang Kong University মূলত এয়ারস্পেস টেকনোলজি এবং এ্যাভিয়েশনভিত্তিক গবেষণামূলক কাজের জন্য বিখ্যাত। প্রথম সারির এই পাবলিক বিশ্ববিদ্যালয়টিই দিচ্ছে বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় অফার। এ পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষাথীদের শতভাগ শিক্ষা বৃত্তি দিয়ে এ্যাভিয়েশনে স্নাতক করে গ্লামারিয়াস ক্যারিয়ার গড়ার স্বপ্নিল সুযোগ দিচ্ছে, যা উপমহাদেশে বিরল। বরাবরের মতো এবারও Cambrian Intel College of Aviation (CICA) এর শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে প্রথম দশজন চায়না সরকার প্রদত্ত শতভাগ শিক্ষাবৃত্তিতে Nanchang Hang Kong University তে বিএসসি ইন এ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এতে শিক্ষার্থী পাবে চায়না থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত বাসস্থান, চিকিৎসা সেবা, লাইব্রেরী ব্যবহারসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা। শুধু তাই নয়, Cambrian Intel College of Aviation এর বিএসসিইন এ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্কলারশিপ প্রাপ্ত সকল শিক্ষার্থী পাচ্ছে চায়না সরকার থেকে প্রতি মাসে ৪০০ ইউএস ডলার সমমূল্যের লাইফ এ্যালাউঞ্জ। আরো রয়েছে কোর্স শেষে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এবং বিশ্বের স্বনামধন্য বিমান প্রস্তুতকারক কোম্পানিতে ইন্টারনশিপ এর শতভাগ নিশ্চয়তা। এ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এ মূলত এয়ারক্রাফট ডিজাইনিং, মেইনটেঞ্চ, ম্যানুফেকচারিংসহ এয়ারক্রাফটের সার্বিক বিষয়াদি পড়ানো হয়। স্নাতক শেষ করে শিক্ষার্থীরা বিশ্বখ্যাত নভোচারীদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা এবং প্রশিক্ষণ ল্যাবরেটরিতে কাজ করতে পারবে। পরবর্তীতে এ শিক্ষার্থীরাই এয়ারক্রাফট ডিজাইনিং, মেইনটেঞ্জ, ম্যানুফেকচারিং কোম্পানি, লাইন মেইন্টেনেঞ্চ ফিল্ড, এভিওনিক্স ডিপার্টমেন্ট এ ক্যারিয়ার গঠনের সুযোগ পাবেন । অনন্য বৈশিষ্ট্য : প্রায় ২০০ একর জমির ওপর নির্মিত প্রাচীন এ বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ৯০ হ্জাার বর্গমিটার, যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণাগার, প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বহু বিমান এবং নান্দনিক স্থাপত্য রয়েছে। ঘধহপযধহম ঐধহম কড়হম টহরাবৎংরঃু তে বর্তমানে এক হাজার ১০০ জনেরও বেশি অভিজ্ঞ অধ্যাপক দ্বারা পরিচালিত। চায়নাসহ বিশের ৫০টিরও বেশি দেশ থেকে ২১ হজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। যোগাযোগ ঃ গ-৩৭/১, বারিধারা ব্লক- জে, জামালপুর টাওয়ার, ঢাকা-১২১২। ফোন ০১৭৬২৬৮৮০৩৫।
×