ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:১৫, ২৭ আগস্ট ২০১৭

টুকরো খবর

চারঘাটে ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট থেকে চারটি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ পাঞ্জাতন আলী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব রাজশাহীর সদস্যরা। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। শনিবার র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজশাহী র‌্যাবের মেজর এএম আশরাফুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের ইউসুফপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পাঞ্জাতনের বাড়ি তল্লাশি করে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার কর হয়। পরে আটক করা হয় পাঞ্জাতন আলীকে। মোটরসাইকেল শোভাযাত্রা পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। স্থানীয় শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টির ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিদ্যালয়ে টিচার্স ডরমিটরি নির্মাণ করে দেয়ায় ঘোষণা দেন। পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দীল প্রমুখ। দুই যুবকের কারাদন্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবকের সাজা হয়েছে। শনিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ১৯ দিনের করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। দ-িতরা হলো, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খরবনা এলাকার হাসিম ইকবাল ও জেলার চারঘাটের মমিনুল ইসলাম। দ-িতরাও ওই ট্রেনের একই বগিতে চেপে রাজশাহী ফিরছিলেন। ভুক্তভোগী ওই নারী যাত্রী রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন শিরোইল এলাকার বাসিন্দা। ভিকটিম ওই নারী জানিয়েছেন, ট্রেনের ‘ঙ’ বগিতে তার আসন ছিল ২৪ নম্বর এ। ওই বগির ১৬ থেকে ১৮ আসনে ছিলেন একদল যুবক। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর বগিতে একা পেয়ে রাতভর তাকে নানাভাবে উত্ত্যক্ত করে যুবকরা। এদের দুজন নেমে যান আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে। বাকি দুজন আসে রাজশাহীতে। তবে ওই নারী ট্রেন থেকেই মোবাইলে ঘটনা জানিয়ে দেন তার স্বজনদের। রাজশাহী স্টেশনে ট্রেন পৌঁছানোর পর অপেক্ষমান স্বজনরা ওই দুই যুবককে ধরে পুলিশে দেন। ফটিকছড়িতে অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৬ আগস্ট ॥ উপজেলার সমিতিরহাট এবং সুয়াবিলে পৃথক অগ্নিকা-ে ১০ বসতঘর ও ৬ দোকান ভস্মীভূত হয়েছে। উভয় অগ্নিকা-ে অন্তত ৪৫ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়। জানা গেছে, শুক্রবার রাত ১২টার সময় সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামের কাজী বাড়িতে এ অগ্নিকা-ে জাহাঙ্গীর আলম, নুর হোসেন, আনোয়ার হোসেন পিটু, দিল মোহাম্মদ, আবুল বশর, দবির আহম্মদ, মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মদের বসতঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। অপরদিকে, একই দিন রাত ২টার সময় সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী বাজারে এক অগ্নিকা- সংঘটিত হয়। এতে আফসারের ফার্নিচার দোকান, পঙ্কজের চায়ের দোকান, মোঃ জাহাঙ্গীরের চায়ের দোকান, ইদ্রিচের সাইকেল মার্ট ও নাজিমের লাইব্রেরিসহ ৬টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। পঞ্চগড়ে ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এ্যান্ড ডিলারস এ্যাসোসিয়েশন (বারভিডা)।শনিবার দুপুরে পঞ্চগড় সরকারী মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণ তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান। উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম। এ সময় পঞ্চগড় পৌরসভা, মাগুরা, মির্জাপুর ও আলোয়াখোয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষকে চাল, ডাল, তেল, চিড়া, গুড় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
×