ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা সমাবেশ

প্রকাশিত: ০৫:১৪, ২৭ আগস্ট ২০১৭

মা সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শনিবার দুপুরে টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দরিতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুর মানসিক বিকাশে মায়েদের ভূমিকাই মুখ্য’ বিষয়ে শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, শিল্পী সমাদ্দার, টিআইবির এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ, অভিভাবক দিপা রানী দাশ, সুমি বেগম, জাকিয়া বেগম, আনজিলা বেগম, ফাতেমা বেগম, শাহানাজ বেগম, তাছলিমা বেগম, জেসমিন বেগম, সহকারী শিক্ষক রোমেনা আক্তার, প্রধান শিক্ষক রেবা রানী ভদ্র প্রমুখ। বঙ্গবন্ধুর বই বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অমৃত লাল দে মহাবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি কলেজ গবর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক হাবিবুর রহমান শিক্ষর্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম তালুকদার, সদস্য ফনি ভূষণ দে, সামসুল আরেফিন। শেষে প্রধান অতিথি এ বছর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ৬১ কৃতী শিক্ষর্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।
×