ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভাগাড়ে এখন ফুলের চারা

প্রকাশিত: ০৫:১৪, ২৭ আগস্ট ২০১৭

শেরপুরে ভাগাড়ে এখন ফুলের চারা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ আগস্ট ॥ সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার উদ্যোগে শেরপুর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আওতায় এবার জেলা সদরের খান বাহাদুর ফজলুর রহমান সরকারী গণগ্রন্থাগারের সম্মুখের দুর্গন্ধময় ময়লার ভাগাড় ও অপরিচ্ছন্নতা দূর করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও পৌরসভার সহায়তায় ওই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এরপর সদ্য পরিষ্কার করা জায়গায় দুটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন শেরপুর পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, কনজার্ভেন্সি ইন্সপেক্টর আলিমুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারী গণগ্রন্থাগারের সম্মুখে দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনার স্তূপের কারণে পুতি দুর্গন্ধ বিরাজ করে আসছিল। অবশেষে জায়গাটি পরিষ্কার করার পর সেখানে গাছ লাগানোর পাশাপাশি ফুলের বাগান তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে।
×