ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে টাকার জন্য বিএডিসিতে চাষীদের

প্রকাশিত: ০৫:১৩, ২৭ আগস্ট ২০১৭

ঠাকুরগাঁওয়ে টাকার জন্য বিএডিসিতে চাষীদের

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ আগস্ট ॥ জেলার চুক্তিবদ্ধ চাষীগণ বিএডিসিতে বোরো বীজধান সরবরাহ করে প্রায় তিন মাস ধরে টাকা পাচ্ছেন না। প্রতিদিন তারা টাকার জন্য বিএডিসিতে ধরনা দিচ্ছেন, কিন্তু টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী চাষীরা জানান, গত এপ্রিল-মে মাসে তারা বিএডিসিতে বোরো বীজধান সরবরাহ করেছেন। কিন্তু এখনও টাকা পাচ্ছেন না। ঈদের আগে টাকা না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন। অন্যদিকে টাকার অভাবে তারা সঠিকভাবে আমন চাষও করতে পারছেন না। বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপ-ধরনা পরিচালক মাসুদ সুলতান জানান, বোরো চুক্তিবদ্ধ চাষীদের ৩ কোটি ৪৪ লাখ টাকা পাওনা ছিল। এ পর্যন্ত এক কোটি ২৬ লাখ টাকা পাওয়া গেছে এবং তা চাষীদের পরিশোধ করা হয়েছে। চাষীদের পাওনা রয়েছে ২ কোটি ১৮ লাখ টাকা। এই টাকা এখনও আসেনি। কবে আসবে তাও বলা যাচ্ছে না।
×