ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত

প্রকাশিত: ০৫:১৩, ২৭ আগস্ট ২০১৭

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার দিনাজপুরে পালিত হলো কয়লা খনিবিরোধী ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। শনিবার ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালনে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী শাখা কর্মসূচী পালন করে। সকাল ৮টা ১ মিনিটে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, সকাল ৮টা ৩০ মিনিটে কালো ব্যাচ ধারণ, সকাল ১০টায় শোক র‌্যালি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ, সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, ১১টা ১ মিনিটে নিমতলা মোড়ে সমাবেশ এবং বিকেলে মসজিদ, মন্দির ও গির্জায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। মোঃ হামিদুল হকের সভাপতিত্বে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। বক্তব্য রাখেন নাজার আহম্মেদ, সামিউল ইসলাম চৌধুরী, সঞ্জিত প্রসাদ জিতু, শফিকুল ইসলাম শিকদার প্রমুখ। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, মিথ্যা মামলা প্রত্যাহার আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ফুলবাড়ী দিবস পালন করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ১১টার দিকে ওই কমিটির উদ্যোগে শহরের কালীবাড়ি মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয়।
×