ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাপলা তুলতে গিয়ে ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ০৫:১২, ২৭ আগস্ট ২০১৭

শাপলা তুলতে গিয়ে ভাইবোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৬ আগস্ট ॥ মির্জাপুরে বন্যার পানিতে শাপলা তুলতে গিয়ে ঝুমু আক্তার (১১) ও শুভ মিয়া (৭) নামে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পাশে ভেলা নিয়ে শাপলা তুলতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। এলাকাবাসী জানান, শনিবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের শওকত আলীর মেয়ে বহুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ঝুমু আক্তার ও ছোট ছেলে শুভ মিয়া দুপুরে ভেলা নিয়ে বাড়ির পাশে বন্যার পানিতে শাপলা তুলতে যায়। এ সময় শুভ ভেলা থেকে পড়ে যায়। শুভকে পানি থেকে তোলার চেষ্টা করলে ঝুমু আক্তারও পানিতে পড়ে যায়। পরে দূর থেকে এক প্রতিবেশী ভেলাটি লোকশূন্য দেখে ভেলার কাছে যান এবং খোঁজাখুঁজির ১৫ মিনিট পর ঝুমু ও শুভর মৃতদেহ উদ্ধার করে। শ্রীনগরে সুফিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে আশি বছরের বৃদ্ধা সুফিয়া বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ১৭ আগস্ট উপজেলার দামলা এলাকার চাঁন মিয়ার বাড়িতে স্থানীয় স্বাধীন ও সেলিমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলার আহত চাঁন মিয়ার মা সুফিয়া বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ১০ জনকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা রেকর্ড হয়। হত্যাকা-ের শিকার বৃদ্ধা সুফিয়া বেগমের নাতি তাজুল অভিযোগ করেন, মামলা হলেও পুলিশ এখনও পর্যন্ত মামলার কোন আলামত সংগ্রহ করেনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মামলার আসামিদের গ্রেফতারে কোন উদ্যোগ নিচ্ছে না।
×