ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশন দাবি

প্রকাশিত: ০৫:১০, ২৭ আগস্ট ২০১৭

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশন দাবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৬ আগস্ট ॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে টুঙ্গিপাড়ায় শোক-সমাবেশ ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন। দেশের ৩২৭ পৌরসভার প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী এ সমাবেশে যোগ দেন। শনিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে মূল ফটকের সামনে তারা সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্যা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আলহাজ আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন ম্যাবের কার্যকরী সভাপতি ও নিলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচএম অহিদুল ইসলাম, সহসভাপতি গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী ও টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও মাদারীপুর পৌর মেয়র কালিদ হোসেন ইয়াদ, যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া ও মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ। পৌর কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ভোগের কথা উল্লেখ করে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল আলীম মোল্যা তার বক্তব্যে জানান, দেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ২ থেকে ৫২ মাস বেতন না পেয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন। অবসরে যাওয়ার পর পেনশন পাচ্ছেন না।
×