ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৫:০৮, ২৭ আগস্ট ২০১৭

বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ আগস্ট ॥ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের বন্যা গত ২১ আগস্ট থেকে সাতদিন ধরে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে। এছাড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে ৩ হাজার ১শ’ রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। বেসরকারী সংগঠন গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্র এসব ত্রাণসামগ্রী ও ফ্রি মেডিক্যাল টিমের আয়োজন করেন। উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিমবাজার, সদর উপজেলার বাগুড়িয়া বন্যা আশ্রয় কেন্দ্র, বলমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রেলগেট, উড়িয়া ইউনিয়নের হাজিরহাট জরুরী মেডিক্যাল টিমের মাধ্যমে ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ, ২৬ আগস্ট ॥ এক শিক্ষাবিদ ‘আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে। মরহুম হান্নানের সন্তান সুইডেন প্রবাসী এ্যাডভোকেট আব্দুল বাছিত চৌধুরীর অর্থানুকূল্যে গঠিত এবং পরিচালিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে হবিগঞ্জ বি কে জি সি গবর্নমেন্ট গালর্স হাইস্কুল হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব সফিউল আলম, রফিকুল হাসান চৌধুরী তুহিন, সেলিম আজাদ।
×