ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২১ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:০৭, ২৭ আগস্ট ২০১৭

২১ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ আগস্ট ॥ নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দুপুরে চকসাহাব্দি ফকিরগঞ্জ এলাকা থেকে একটি গাছের পানিতে নিমজ্জিত শেকড়ে আটক অবস্থার লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসু মিয়া (১৯) ওই এলাকার বুরুজ আলীর ছেলে। সে লছমনপুর জমসেদ আলী মেমোরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে কলেজছাত্র হাসু মিয়াসহ ৪ বন্ধু একসঙ্গে বন্যার পানিতে টইটুম্বুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের দশানী নদীতে গোসল করতে যায়। ওইসময় পানির ঘূর্ণিপাকে পড়ে অন্য ৩ বন্ধু সাঁতরে তীরে উঠলেও হাসু মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়। রাজশাহীতে শিবিরকর্মীসহ গ্রেফতার ৩৪ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে আহমেদ মুসা নামের এক শিবিরকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে শিবিরকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে নগরীর মতিহার থানা পুলিশ। এছাড়া বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৯ জন, শাহমখদুম থানা ৩ জন এবং নগর ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে। নগর পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছেন আরও ১২ জন।
×