ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জাপুরে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমপির এ্যাকশন

প্রকাশিত: ০৫:০৭, ২৭ আগস্ট ২০১৭

মির্জাপুরে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমপির এ্যাকশন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৬ আগস্ট ॥ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ্যাকশন নিতে নদীর মাঝখানে গিয়ে চারজনকে পাকড়াও করলেন মির্জাপুরের এমপি একাব্বর হোসেন। শনিবার সকাল নয়টায় শ্যালো নৌকা নিয়ে ফতেপুর ইউনিয়নের ঝিনাই (বউমরা) নদীর নিশ্চিন্তপুর এলাকায় গিয়ে তিনি এ এ্যাকশনে নামেন। এ সময় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তরুজ্জামান উপস্থিত ছিলেন। একাব্বর হোসেনের নির্দেশে বালু তোলার ড্রেজার থেকে চারজনকে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। জানা গেছে, মির্জাপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত বংশাই ও ঝিনাই নদী থেকে বালু উত্তোলনকারীরা দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে। বালু লুটেরারা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাদের বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। যত্রতত্রভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তোলায় ইতোমধ্যে ফতেপুর, ভাতগ্রাম এবং লতিফপুর ইউনিয়নের শত শত ঘরবাড়ি এবং বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এলাকাবাসী মির্জাপুরের এমপির কাছে এ বিষয়ে অভিযোগ করলে তিনি শনিবার সকাল নয়টায় শ্যালু নৌকা নিয়ে সরেজমিনে গিয়ে বালু লুটেরাদের বিরুদ্ধে এ্যাকশনে যান।
×